শত মিটার মানেই বোল্ট সেরা

1157658671_08.jpg

দিন কয়েক আগে মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০, ২০০ ও দলগত ১০০ মিটার রিলেতে সহজে জিতে নেন স্বর্ণপদক। মস্কোর ক্লান্তিটা এখনও তার সারা শরীরে। তারপরও কাল জুরিখে ডায়মন্ড লিগের ১০০ মিটারে ঠিকই জিতেছেন বিশ্বের দ্রুততম মানব। ক্লান্ত থাকায় সময় একটু বেশিই নিয়ে ফেলেছেন জ্যামাইকান এ গতির রাজা। মস্কোতে ১০০ মিটার শেষ করেছিলেন ৯.৭৭ সেকেন্ডে। আর জুরিখে বোল্ট সময় নিলেন ৯.৯০ সেকেন্ড। শুরুটা বেশ ধীরে করেছিলেন। কিন্তু শেষ দিকে গতিটা বাড়িয়ে নিয়ে সহজেই পেছনে ফেলেছেন স্বদেশি নিকেল অ্যাশমিডকে। তিনি সময় নেন ৯.৯৪ সেকেন্ড। আর তৃতীয় হওয়া যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন ৯.৯৬ সময় নেন। মস্কোকে অবশ্য দ্বিতীয় হয়েছিলেন গ্যাটলিন। সময় নিয়েছিলেন ৯.৮৫ সেকেন্ড। রোম ডায়মন্ড লিগে বোল্টকে হারিয়েই হই চই ফেলে দিয়েছিলেন তিনি।
এদিকে জুরিখে সাফল্য পেলেও নিজের পারফরম্যান্স নিয়ে তেমন খুশি নন বোল্ট। কারণ, তার লক্ষ্য ছিল ৯.৮০ সেকেন্ডে দৌড় শেষ করা। কিন্তু পারেননি। এজন্য ক্লান্তিকে দায়ী করেছেন বোল্ট। বললেন, ‘আমি ভীষণ ক্লান্ত। তবে স্বর্ণ জিতে আমি সুখী। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি।’ মৌসুমের অনেক সময় পড়ে আছে। তবে বোল্ট মনে করেন সামনের সময় ভালো যাবে না। বললেন, ‘আমার মনে হয় এই মৌসুমে আরও যত দিন যাবে, আমার শুরুটা তত খারাপ হবে। ভেবেছিলাম আমি পুরোপুরি ফিট আছি। কিন্তু যতটা ফিট থাকতে চাই ততটা ছিলাম না।’ মেয়েদের ২০০ মিটারে স্বর্ণ জিতেছেন জ্যামাইকার শেলি অ্যান ফ্রেজার প্রাইস।

বৃষ্টিতে ড্র ঢাকা টেস্ট

সিরিজের একটা নিষ্পত্তির জন্য মুখিয়ে ছিল দুই দল। কিন্তু বৃষ্টির বাধায় ধুয়ে মুছে গেল ঢাকা টেস্টের ...

‘বিশ্বকাপে নেইমারই ব্রাজিলের বাজি’

চলতি বছর ঘরের মাঠে ফিফা কনফেডারেশন কাপ নেইমারের জন্য একটা বড় পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় ‘জিপিএ ...

‘ড্রাগসের সঙ্গে আপস নয়’

স্প্রিন্ট জগতে যখন নামি-দামি তারকাদের ডোপপাপের খবর বেরোয় তখন চমকে উঠতে হয় বৈকি! এই তো সেদিন ...

প্রথম ওয়ানডেতে সালমাদের হার

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল স্বাগতিকদের কাছে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হেরে গেছে। বেনোনির ...

মেসি-রোনালদো দ্বৈরথ মানেই ম্যাজিক

ব্যাপারটা শচীন বনাম লারার লড়াইয়ের মতোই দাঁড়িয়ে গেছে। কে সেরা-লারা নাকি শচীন। এ প্রশ্নে রায় এখনও ...