এগোচ্ছেন নাদাল ফেদেরার ও সেরেনা

1157658552_06.jpg

ইউএস ওপেনে দোর্দণ্ড প্রতাপে এগোচ্ছেন দ্বিতীয় বাছাই স্প্যানিশ ম্যাটাডোর রাফায়েল নাদাল। উঠে গেছেন তৃতীয় রাউন্ডে। তার সঙ্গে তৃতীয় রাউন্ডে নাম লিখিয়েছেন সপ্তম বাছাই সুইস তারকা রজার ফেদেরারও। ওদিকে মহিলাদের বিভাগে একইভাবে তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস এবং ভিক্টোরিয়া আজারেঙ্কা।
১২টি গ্র্যান্ড স্লাম ট্রফি জয়ী নাদাল দ্বিতীয় রাউন্ডে বৃহস্পতিবার রাতে ব্রাজিলের অবাছাই রোজারিও সিলভাকে স্রেফ উড়িয়ে দেন ৬-২, ৬-১ ও ৬-০ গেমে। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সে খুশি নাদাল বলেছেন-‘এ ম্যাচে সার্ভিস সত্যিই দুর্দান্ত হয়েছে। বেশ ভালোও খেলেছি। বিশেষ করে ম্যাচ যত গড়িয়েছে। তবে আমার আরেকটু আগ্রাসী হওয়া দরকার।’ ম্যাচে নাদাল সার্ভিস সঠিক করেছেন শতকরা ৬৯ ভাগ। তৃতীয় রাউন্ডে নাদাল মুখোমুখি হবেন ক্রোয়েশিয়ার ইভান দোদিগের। যার বিপক্ষে নাদালের হার-জিতের রেকর্ড ১-১।
রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী ফেদেরারও দ্বিতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছেন। তিনি হারিয়েছেন আর্জেন্টিনার ৪৮তম বাছাই কার্লোস বারলককে। ৯৫ মিনিটে ম্যাচ শেষ করেছেন ৬-৩, ৬-২ ও ৬-১ গেমে জিতে। নিজের খেলাতে খুশি ফেদেরারও। বলেছেন-‘বেশ ভালো খেলেছি বলেই তো মনে হচ্ছে। সব কিছুতেই স্বাচ্ছন্দ্য বোধ করেছি। এটা ভালো লক্ষণ। আসলে এসব ম্যাচ সহজে জিততে পারলে সেটা পরের কঠিন লড়াইগুলোর জন্য আত্মবিশ্বাস জোগায়। আমি খুশি।’ কোয়ার্টার ফাইনালে নাদালের বিপক্ষে ম্যাচের কথা কী তিনি ভাবছেন? তার জবাবে ফেদেরার বলেন, ‘এ মুহূর্তে আমি বর্তমান ম্যাচগুলো নিয়েই ভাবছি। সময় হলে রাফার ম্যাচ নিয়ে গেমপ্ল্যান তৈরি করতে বসব।’ ফেদেরারের পরবর্তী প্রতিপক্ষ ফ্রান্সের আদ্রিয়ান মানারিনো। পুরুষদের বিভাগে তৃতীয় রাউন্ডে আরও উঠেছেন চতুর্থ বাছাই স্পেনের ডেভিড ফেরার ও অষ্টম বাছাই ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েট।
মহিলাদের বিভাগে সেরেনা অনায়াসেই র্যাঙ্কিংয়ে ৭৭ নম্বরে থাকা গালিয়েনা ভসকোবোয়েভাকে হারিয়েছেন। জিতেছেন ৬-৩ ও ৬-০ গেমে। ওদিকে দ্বিতীয় বাছাই আজারেঙ্কা ৬-৩ ও ৬-১ গেমে হারিয়েছেন কানাডার আলেকজান্দ্রা ওজনিয়াককে। তবে মহিলাদের বিভাগে অঘটনও ঘটেছে। দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন চতুর্থ বাছাই ইতালির সারা এরানি। ২০১২ ইউএস ওপেন সেমিফাইনালিস্ট ও ফ্রেঞ্চ ওপেন রানার্স আপকে হারিয়ে দেন তারই স্বদেশি ফ্লাভিয়া পেনাত্তা। জেতেন বেশ সহজেই ৬-৩ ও ৬-১ গেমে। ম্যাচ শেষে কান্নাভেজা কণ্ঠে এরানি বলেন, ‘সত্যিই ভীষণ বাজে একটা দিন গেল। আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে ম্যাচের মধ্যে এটা থাকবে। কোনো কিছুই এ ম্যাচে ঠিক হয়নি। যার কারণ আমি নিজেও জানি না।’

বৃষ্টিতে ড্র ঢাকা টেস্ট

সিরিজের একটা নিষ্পত্তির জন্য মুখিয়ে ছিল দুই দল। কিন্তু বৃষ্টির বাধায় ধুয়ে মুছে গেল ঢাকা টেস্টের ...

‘বিশ্বকাপে নেইমারই ব্রাজিলের বাজি’

চলতি বছর ঘরের মাঠে ফিফা কনফেডারেশন কাপ নেইমারের জন্য একটা বড় পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় ‘জিপিএ ...

‘ড্রাগসের সঙ্গে আপস নয়’

স্প্রিন্ট জগতে যখন নামি-দামি তারকাদের ডোপপাপের খবর বেরোয় তখন চমকে উঠতে হয় বৈকি! এই তো সেদিন ...

প্রথম ওয়ানডেতে সালমাদের হার

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল স্বাগতিকদের কাছে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হেরে গেছে। বেনোনির ...

মেসি-রোনালদো দ্বৈরথ মানেই ম্যাজিক

ব্যাপারটা শচীন বনাম লারার লড়াইয়ের মতোই দাঁড়িয়ে গেছে। কে সেরা-লারা নাকি শচীন। এ প্রশ্নে রায় এখনও ...