রিবেরির স্বপ্নপূরণ

1157658500_03.jpg

‘মেসি-রোনালদো নয়, এবারের ব্যালন ডি’অর জিতব আমিই। এটা জেতার জন্য মাঠে সব কিছুই করেছি। তাই এবার যদি ব্যালন ডি’অর না জিততে পারি তাহলে কখনই পারব না।’ প্রাথমিক তালিকায় জায়গা হওয়ার পর থেকেই বারবার কথাটা বলে আসছিলেন বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি। আর ইউরোপ বর্ষসেরা নিয়ে বলেছিলেন, ‘মেসি-রোনালদো বেশি গোল করতে পারে। কিন্তু আমার দল ট্রেবল জিতেছে। তাই ওদের পেছনে ফেলে আমিই হব ইউরোপসেরা ফুটবলার।’
মেসি-রোনালদোকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিততে পারবেন কি না সেটা পরের ব্যাপার। তবে প্রত্যাশা মতো বিশ্বসেরা দুই তারকাকে পেছনে ফেলে ঠিকই উয়েফা বর্ষসেরা হয়েছেন ফ্রাঙ্ক রিবেরি। ভোটে মেসি-রোনালদো পাত্তাই পাননি এ ফরাসি তারকার কাছে। লাইভ ভোটিংয়ে ৫৩ ফুটবল সাংবাদিকের মধ্যে উপস্থিত ছিলেন না একজন। মানে ভোট দিয়েছেন ৫২ জন। এর মধ্যে রিবেরি পেয়েছেন ৩৬ ভোট। এরপর মেসি পান ১৩ ভোট। অন্যদিকে মাত্র ৩ ভোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১১ সালে চালু হয় এ পুরস্কার। সেবার রোনালদোকে পেছনে ফেলে সেরা হয়েছিলেন লিওনেল মেসি। স্পেনকে ইউরো জিতিয়ে ২০১২ সালে ইউরোপসেরা হয়েছিলেন বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।
স্বপ্নের একটা মৌসুম পার করেছেন ফ্রাঙ্ক রিবেরি। বায়ার্নের ট্রেবল জয়ের  পেছনে বড় অবদান ছিল তার। বুন্দেসলিগায় ২৭ ম্যাচে ১০ গোল করলেও স্ট্রাইকারদের বল বানিয়ে দেওয়ার কাজটা করে গেছেন দারুণ দক্ষতায়। চ্যাম্পিয়ন্স লিগেও অসাধারণ খেলেছিলেন তিনি। ফাইনালে বরুশিয়াকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন। রোবেনের করা জয়সূচক গোলটি এসেছিল তার পাস থেকে।
বিশ্ব ফুটবলে দ্বিতীয় সম্মানজনক পুরস্কার জিতে দারুণ খুশি রিবেরি বলেন, ‘দারুণ লাগছে আমার। বলে বোঝানো যাবে না। দলের সবাইকে আন্তরিক ধন্যবাদ। পাশে থাকার জন্য পরিবারের সদস্যদেরও ধন্যবাদ। আসলে গোটা মৌসুমই দারুণ খেলেছিল বায়ার্ন মিউনিখ। আগের দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়ে ওঠেনি। এবার সবাই চাচ্ছিল ট্রফিটা।’
অবশ্য দারুণ এ পুরস্কারটা জেতার পরই ব্যস্ত হয়ে পড়তে হয়েছে তাকে।  কারণ, কাল রাতে ছিল চেলসির বিপক্ষে বায়ার্নের ম্যাচ। তাই পুরস্কারটা নিয়ে দ্রুত মোনাকো থেকে দলের সঙ্গে যোগ দিতে চেক রিপাবলিকে চলে যেতে হয়েছে তাকে।

বৃষ্টিতে ড্র ঢাকা টেস্ট

সিরিজের একটা নিষ্পত্তির জন্য মুখিয়ে ছিল দুই দল। কিন্তু বৃষ্টির বাধায় ধুয়ে মুছে গেল ঢাকা টেস্টের ...

‘বিশ্বকাপে নেইমারই ব্রাজিলের বাজি’

চলতি বছর ঘরের মাঠে ফিফা কনফেডারেশন কাপ নেইমারের জন্য একটা বড় পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় ‘জিপিএ ...

‘ড্রাগসের সঙ্গে আপস নয়’

স্প্রিন্ট জগতে যখন নামি-দামি তারকাদের ডোপপাপের খবর বেরোয় তখন চমকে উঠতে হয় বৈকি! এই তো সেদিন ...

প্রথম ওয়ানডেতে সালমাদের হার

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল স্বাগতিকদের কাছে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হেরে গেছে। বেনোনির ...

মেসি-রোনালদো দ্বৈরথ মানেই ম্যাজিক

ব্যাপারটা শচীন বনাম লারার লড়াইয়ের মতোই দাঁড়িয়ে গেছে। কে সেরা-লারা নাকি শচীন। এ প্রশ্নে রায় এখনও ...