স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে মাগুরায় সাকিব
আবু বাসার আখন্দ মাগুরা: ঈদের ছুটিতে এখন জাতীয় দলের ক্রিকেটাররা। সবাই ছুটছে নাড়ীর টানে, আপনজনের কাছে। তাই তো তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও ফিরে যাচ্ছেন প্রিয় শহর মাগুরায়। সেখানেই এবার ঈদ করবেন এ অলরাউন্ডার।
গতকাল সকাল সোয়া ১১টায় সাকিব তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে হেলিকপ্টার করে মাগুরা স্টেডিয়ামের নামেন। নিজ এলাকার এ ক্রিকেটারকে সংবর্ধনা জানাতে স্টেডিয়ামেই হাজির শত শত ভক্ত ও শুভানুধ্যায়ী। ফুল হাতে উপস্থিত মাগুরা ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থী ও কর্মকর্তারা। এ সময় সেখানে উপস্থিত সাকিবের মা শিরিন আকতার, বাবা মাশরুর রেজা কুটিলও ফুলের তোড়া নিয়ে ছেলে ও নববধূকে বরণ করে নেন।
সাকিবের সস্ত্রীক মাগুরা ফেরার খবর পেয়ে সংবর্ধিত করতে মাগুরা স্টেডিয়ামে সকাল থেকেই হাজির ছিলেন মাগুরা ক্রিকেট একাডেমির কর্তাব্যক্তি, প্রশিক্ষণার্থী এবং মাগুরার বিভিন্ন শ্রেণির মানুষরা। মাগুরার একমাত্র ক্রিকেট প্রশিক্ষণ প্রতিষ্ঠান মাগুরা ক্রিকেট একাডেমি। এখানেই সাকিব আল হাসানের ক্রিকেটের হাতেখড়ি। সেই সংগঠনটি তার আগমন উপলক্ষে মাগুরা স্টেডিয়ামে আয়োজন করে সংবর্ধনা অনুষ্ঠানের। বিয়ের পর সাকিব স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে প্রথম মাগুরায় গেলেন। যে কারণে স্থানীয় অনেকের কাছেই এ দম্পতির কদর ছিল এবার একটু বেশিই।
ফুলেল শুভেচ্ছা পর্ব শেষে সাকিব আল হাসান স্ত্রী শিশিরকে নিয়ে কিছু সময় কাটান তার প্রিয় সংগঠন মাগুরা ক্রিকেট একাডেমির নতুন নতুন প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের সঙ্গে। তখন নতুন প্রজন্মের খেলোয়াড়দের উদ্দেশে সাকিব বলেন, ‘তোমরা বেশি বেশি করে প্রাকটিস কর। মাগুরা থেকে আরও অনেককে জায়গা করে নিতে হবে জাতীয় দলে। আমি তোমাদের সহযোগিতা করতে সবসময়ই প্রস্তুত।’
সাকিব ও নববধূকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মাগুরা ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রশিক্ষক সাদ্দাম হোসেন গোর্কি, সাকিবের মা শিরিন আকতার, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক হাজী মকবুল হোসেন। ঈদের শেষেই ঢাকা ফিরবেন সাকিব-শিশির।
চারদিকের ধ্বংসযজ্ঞেও সাকিবের সুসংবাদ
- শাবাশ সাকিব আল হাসান। দেশের চারদিকে যখন কেবলই ধ্বংস যজ্ঞ চলছে। সহিংস আন্দোলনে কেবলই প্রাণহানির খবর। ...
Where is your ticket, Mrs Tendulkar?
- It was a bit of a shocker for Sachin Tendulkars wife Anjali when she was asked ...
বার্সেলোনা ২: ১ রিয়াল
- ৮৪ মিনিটে যখন কোচ জেরার্ডো মার্টিনো তাঁকে তুলে নিচ্ছেন মাঠ থেকে, ন্যু ক্যাম্পের দর্শকেরা উঠে দাঁড়ালেন ...