‘বিশ্বকাপে নেইমারই ব্রাজিলের বাজি’
চলতি বছর ঘরের মাঠে ফিফা কনফেডারেশন কাপ নেইমারের জন্য একটা বড় পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় ‘জিপিএ গোল্ডেন ফাইভ’ পেয়েই উত্তীর্ণ ব্রাজিলিয়ান মেগাস্টার। ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল, আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নেইমার। তারপরই নেইমারের স্যান্টোস ছেড়ে বার্সেলোনায় যোগদান। এবার ইউরোপে নিজেকে প্রমাণ করে আগামী বছর ঘরের মাঠে বিশ্বকাপই ২১ বছর বয়সী এ তারকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তরুণ এ প্রতিভার কাঁধই এখন ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা। আর সেটা ফের মনে করিয়ে দিয়েছেন ১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক ও সর্বাধিক গোলদাতা রোমারিও।
হালের রাজনীতিবিদ রোমারিওর সাফ কথা-‘আগামী বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় আশা নেইমারই। ঘরের মাঠে ব্রাজিল রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিততে পারবে কি না, তার অনেকটাই নির্ভর করবে নেইমারের ফর্ম ও ফিটনেসের ওপর। এ মুহূর্তে নেইমারই আমাদের সর্বসেরা খেলোয়াড়। এখন ও বিশ্বের অন্যতম সেরা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেলছে। যেটা খেলোয়াড় হিসেবে নেইমারকে আরও পরিণত করবে। ও আমার আশা, ব্রাজিলের ভরসা। নেইমারকে ছাড়া ব্রাজিলের বিশ্বকাপ জয় ভাবতেও পারি না। বিশ্বকাপে নেইমারই ব্রাজিলের বাজি।’
ব্রাজিল ফুটবলে তারকার অভাব কখনই ছিল না। কিন্তু হঠাত্ করেই হোঁচট ব্রাজিলের। ফিফা র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে গিয়ে সর্বকালের বাজে রেকর্ডই গড়ে ফেলেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ব্রাজিল জিতেছে কনফেডারেশন কাপ। ফাইনালে ব্রাজিল ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে। অস্কার, হাল্ক, পাওলিনহো, লুকাস মোরা, থিয়াগোরা দলে থাকলেও লাইমলাইটে একজনই-নেইমার! প্রমাণ করেছেন, বয়সে ছোট হলেও তার কাঁধে বয়স্কেরই মাথা। ব্রাজিলের ভারটাও বহন করতে প্রস্তুত তিনি। সেটাই নেইমারকে আরেকবার মনে করিয়ে দিয়েছেন ৪৭ বছর বয়সী রোমারিও।
একই সঙ্গে সাবেক এ ব্রাজিলিয়ান তারকা বর্তমান কোচ লুই ফেলিপ স্কলারির সমালোচনা করার ভুলও স্বীকার করেছেন। মানো মেনেজেসকে ছাঁটাই করে ২০০২ সালে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ের কোচ স্কলারিকে ফের দলের দায়িত্ব দিলে রোমারিও তার ঘোর সমালোচনা করেছিলেন। কিন্তু এখন নিজের ভুল মেনে নিয়ে স্কলারির প্রশংসা করতে দ্বিধা করেননি রোমারিও। বলেছেন, ‘মেনেজেসের কাছ থেকে দায়িত্ব নিয়ে খুব দ্রুতই তরুণ একটা দলকে এক সুতোয় গেঁথেছেন স্কলারি। কনফেডারেশন কাপের আগে আমি তার সবচেয়ে বড় সমালোচকই ছিলাম। কিন্তু এখন আমাকে স্বীকার করতেই হচ্ছে, তিনিই আমাদের শিরোপা এনে দিয়েছেন। বিশ্বকাপেও তার দিকে তাকিয়ে থাকব আমি।’
বৃষ্টিতে ড্র ঢাকা টেস্ট
- সিরিজের একটা নিষ্পত্তির জন্য মুখিয়ে ছিল দুই দল। কিন্তু বৃষ্টির বাধায় ধুয়ে মুছে গেল ঢাকা টেস্টের ...
‘ড্রাগসের সঙ্গে আপস নয়’
- স্প্রিন্ট জগতে যখন নামি-দামি তারকাদের ডোপপাপের খবর বেরোয় তখন চমকে উঠতে হয় বৈকি! এই তো সেদিন ...
প্রথম ওয়ানডেতে সালমাদের হার
- দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল স্বাগতিকদের কাছে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হেরে গেছে। বেনোনির ...
মেসি-রোনালদো দ্বৈরথ মানেই ম্যাজিক
- ব্যাপারটা শচীন বনাম লারার লড়াইয়ের মতোই দাঁড়িয়ে গেছে। কে সেরা-লারা নাকি শচীন। এ প্রশ্নে রায় এখনও ...
টোট্টির নতুন চুক্তি
- নিজ শহরের ক্লাব রোমার সঙ্গে আরও দু’বছরের নতুন চুক্তি করলেন স্ট্রাইকার ফ্রান্সেসকো টোট্টি। চলতি মৌসুমেই বর্তমান ...