‘ড্রাগসের সঙ্গে আপস নয়’

1157659038_04.jpg

স্প্রিন্ট জগতে যখন নামি-দামি তারকাদের ডোপপাপের খবর বেরোয় তখন চমকে উঠতে হয় বৈকি! এই তো সেদিন ডোপপাপে ধরা পড়ে মস্কোয় বিশ্ব অ্যাথলেটিক্সেই অংশ নিতে পারেননি যুক্তরাষ্ট্রের টাইসন গে এবং জ্যামাইকার আসাফা পাওয়েল। অ্যাথলেটিক্সের এমন মেঘে ঢাকা কালো দিনে সূর্যের আলো ছড়াচ্ছেন একজনই-তিনি উসাইন বোল্ট। ১০০, ২০০ এবং ৪০০ মিটার রিলেতে যিনি এ সময়ের একচ্ছত্র সম্রাট। তিনটিতেই বিশ্বরেকর্ড যার দখলে।
তাই হরহামেশাই বোল্টকে শুনতে হয়-চারপাশে এমন ডোপপাপের মধ্যে নিজেকে কীভাবে মুক্ত রাখেন তিনি? তাতে জ্যামাইকান কিংবদন্তি বলেছেন-‘ড্রাগসের সঙ্গে ভুলে কখনও আপস নয়। আমি শুধু ডাক্তারের পরামর্শে শরীরের ক্ষয়পূরণের জন্য ভিটামিন গ্রহণ করি। জ্যামাইকাতে মূলত মধু এবং লেবুর রস দিয়ে এক ধরনের জুস তৈরি হয়। আমরা শুধু সেটাই গ্রহণ করি। ড্রাগসের প্রশ্নই আসে না।’
বিবিসিকে বোল্ট জানান, যখনই কোনো ক্রীড়াবিদের ডোপ কেলেঙ্কারির ঘটনা ধরা পড়ে, তখনই তাকে নিয়ে কথা ওঠে। তিনি নিয়মিত ডোপ টেস্টে অংশ নেন কি না? অনেকেরই ধারণা তার ডোপ টেস্ট কম হয়। এ ব্যাপারে স্প্রিন্ট তারকা চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন-‘যখনই কোনো প্রতিযোগিতায় স্ক্যান্ডাল ধরা পড়ে, তার পরদিনই ড্রাগ পরীক্ষকরা আমার কাছে হাজির হন। আমি সানন্দে পরীক্ষা দেই। কখনই আপত্তি করিনি। যদি প্রতিদিন আমাকে ড্রাগ পরীক্ষা দিতে হয় আমি তাতেও রাজি। আমি জানি না কেউ কেউ ড্রাগ পরীক্ষায় ফাঁকি দিয়ে কোনো প্রতিযোগিতায় অংশ নেয় কি না।’
কিছুদিন আগে বোল্ট বলেছিলেন, ২০১৬ সালে রিও ডি জেনিরো অলিম্পিকের পরই অবসর নেবেন। তবে এখন মত বদলে বলেছেন, পরের বছর লন্ডনে অনুষ্ঠিতব্য বিশ্ব অ্যাথলেটিক্সে অংশ নেওয়ার পর তিনি অবসর ভাবনায় যাবেন। তার কারণ ভক্ত এবং স্পন্সরদের দাবি। শত মিটারে বোল্টের বিশ্বরেকর্ড ৯.৫৬ সেকেন্ড এবং দুশ’ মিটারে ১৯.১৯ সেকেন্ড। জানিয়েছেন, আগামী বছর দুটি রেকর্ডই আরেকবার ভাঙার চেষ্টা করবেন তিনি। ‘আমি আগেও বলেছি, এখনও বলব ৯.৪০ সেকেন্ডে একশ’ এবং ১৯ সেকেন্ডে দুইশ’ মিটার দৌড়ানো সম্ভব। আগামী বছর আমি সে চেষ্টা করব। এ বছরটা ইনজুরির কারণে বাধাগ্রস্ত হয়েছে। আগামী বছর যদি ইনজুরিমুক্ত থেকে ফিটনেস ও ফর্মের চূড়ান্তে থাকি তাহলে নতুন রেকর্ডের চ্যালেঞ্জ নেব। দেখা যাক পারি কি না।’
অবসরের পর কোচিং কিংবা রাজনীতিতে যোগ দেওয়ার কথা উড়িয়ে দিয়েছেন বোল্ট। তবে স্ত্রী-সন্তান নিয়ে একটা সুখী পরিবার গড়তে চান। হতে চান আদর্শ বাবা। এছাড়া অবসর জীবনে চ্যারিটি কাজকর্মেও নিজেকে জড়িয়ে রাখতে চান এ গ্রহের দ্রুততম মানব। এছাড়া ফের বলেছেন, ক্রীড়া জগতের কিংবদন্তি হিসেবেই নিজেকে তুলে ধরতে চান তিনি।


বৃষ্টিতে ড্র ঢাকা টেস্ট

সিরিজের একটা নিষ্পত্তির জন্য মুখিয়ে ছিল দুই দল। কিন্তু বৃষ্টির বাধায় ধুয়ে মুছে গেল ঢাকা টেস্টের ...

‘বিশ্বকাপে নেইমারই ব্রাজিলের বাজি’

চলতি বছর ঘরের মাঠে ফিফা কনফেডারেশন কাপ নেইমারের জন্য একটা বড় পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় ‘জিপিএ ...

প্রথম ওয়ানডেতে সালমাদের হার

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল স্বাগতিকদের কাছে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হেরে গেছে। বেনোনির ...

মেসি-রোনালদো দ্বৈরথ মানেই ম্যাজিক

ব্যাপারটা শচীন বনাম লারার লড়াইয়ের মতোই দাঁড়িয়ে গেছে। কে সেরা-লারা নাকি শচীন। এ প্রশ্নে রায় এখনও ...

টোট্টির নতুন চুক্তি

নিজ শহরের ক্লাব রোমার সঙ্গে আরও দু’বছরের নতুন চুক্তি করলেন স্ট্রাইকার ফ্রান্সেসকো টোট্টি। চলতি মৌসুমেই বর্তমান ...