মেসি-রোনালদো দ্বৈরথ মানেই ম্যাজিক
ব্যাপারটা শচীন বনাম লারার লড়াইয়ের মতোই দাঁড়িয়ে গেছে। কে সেরা-লারা নাকি শচীন। এ প্রশ্নে রায় এখনও ঝুলে আছে। ফুটবলেও এমন একটা অমীমাংসিত লড়াই রয়েছে। পেলে বনাম ম্যারাডোনা। তবে এ দুটো লড়াই এখন ক্রীড়ামোদীদের তেমন উদ্বেলিত করে না। কারণ লারা অবসর নিয়েছেন অনেক আগেই। আর শচীনও ক্যারিয়ারের শেষ প্রান্তে। আর পেলে-ম্যারাডোনার লড়াই তো এখন শুধুই কাগজে-কলমে। তাই মাঠে এখন একটাই লড়াই, আর সেটা ফুটবলে লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদোর। এ বলে ‘আমায় দেখ, ও বলে আমায়!’ সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগেও নিজ নিজ ম্যাচে সেরা নৈপুণ্যে ভাস্বর মেসি ও রোনালদো। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ৬-১ গোলে উড়িয়ে দেয় গালাতাসারেকে। তাতে ছিল রোনালদোর হ্যাটট্রিক। ২৪ ঘণ্টার মধ্যে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিপক্ষে মেসির হ্যাটট্রিক, সৌজন্যে বার্সার ৪-০ গোলের বড় জয়।
আসলে ফুটবলভক্তদের জন্য দারুণ সময় এটা। দুই সেরা তারকার ফুটবল জাদুতে সম্মোহিত তারা। একজনের খেলায় ‘তুলির আঁচড়’, আরেকজনের ‘হাতুরির এক ঘা’। কার্যকর দুটিই। মেসি-রোনালদো দ্বৈরথে লাভবান ফুটবলবিশ্বই। একজনের বেতন বাড়ে তো আরেকজনের মন খারাপ হয়। সঙ্গে সঙ্গেই বেতন বাড়ে আরেকজনের। রোনালদো তো এখন বেতনের দিক থেকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। কিছুদিন আগেও যেটা ছিল মেসির দখলে। সামনে কী হয় কে জানে? কারণ ইতোমধ্যেই মেসির বেতন নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
এটা অবশ্য মাঠের বাইরের ব্যাপার, কিন্তু মাঠেও দু’জনের হাড্ডাহাড্ডি লড়াই। লড়াইটা মাঝেমধ্যে এমন উচ্চতায় চলে যায় যে, ভুলেই যেতে হয় ফুটবলটা ব্যক্তিগত নয়, এগারজনের খেলা। গালাতাসারের বিপক্ষে হ্যাটট্রিক করে রোনালদো রিয়ালের হয়ে সর্বাধিক গোল করার নতুন রেকর্ড গড়েছেন। পেরিয়ে গেছেন গ্রেট ফ্রেঙ্ক পুসকাসকে। যিনি রিয়ালের হয়ে ২০৫ ম্যাচে ২০৫ গোল করার রেকর্ড গড়ে গিয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে রিয়ালের হয়ে ২০৪ ম্যাচে ২০৬ গোল করলেন ২৮ বছর বয়সী পর্তুগিজ মেগাতারকা। তবে সেদিকে অবশ্য চোখ নেই তার। বলেছেন-‘রেকর্ড হলে ভালো লাগেই। আর সেটা যদি হয় পুসকাসের মতো গ্রেটের। তবে শেষ কথা হল দলের সাফল্য। চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দারুণ হল। এটা আমাদের সেরা হতে আত্মবিশ্বাসই জোগাবে।’
ওদিকে আয়াক্সের বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক গোলদাতা স্পেনের রাউল গঞ্জালেসের চেয়ে আর ৯ গোলে পিছিয়ে। ৮০ ম্যাচে মেসির গোল ৬২। রয়েছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে রাউল ১৪৪ ম্যাচে ৭১ গোল করে। এ মৌসুমেই রাউলকে পেছনে ফেলতে পারেন আর্জেন্টাইন তারকা। তবে মেসিরও কথা, ‘চ্যাম্পিয়ন্স লিগে রাউলের রেকর্ড ভাঙার সুযোগ সত্যিই চ্যালেঞ্জ। কিন্তু তার চেয়েও বড় চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা। আমার রেকর্ডটা অপরিহার্য নয়, যতটা গুরুত্বপূর্ণ বার্সার শিরোপা জয়। সেই চেষ্টাই করব।’
বৃষ্টিতে ড্র ঢাকা টেস্ট
- সিরিজের একটা নিষ্পত্তির জন্য মুখিয়ে ছিল দুই দল। কিন্তু বৃষ্টির বাধায় ধুয়ে মুছে গেল ঢাকা টেস্টের ...
‘বিশ্বকাপে নেইমারই ব্রাজিলের বাজি’
- চলতি বছর ঘরের মাঠে ফিফা কনফেডারেশন কাপ নেইমারের জন্য একটা বড় পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় ‘জিপিএ ...
‘ড্রাগসের সঙ্গে আপস নয়’
- স্প্রিন্ট জগতে যখন নামি-দামি তারকাদের ডোপপাপের খবর বেরোয় তখন চমকে উঠতে হয় বৈকি! এই তো সেদিন ...
প্রথম ওয়ানডেতে সালমাদের হার
- দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল স্বাগতিকদের কাছে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হেরে গেছে। বেনোনির ...
টোট্টির নতুন চুক্তি
- নিজ শহরের ক্লাব রোমার সঙ্গে আরও দু’বছরের নতুন চুক্তি করলেন স্ট্রাইকার ফ্রান্সেসকো টোট্টি। চলতি মৌসুমেই বর্তমান ...