চেলসি ও বরুশিয়ার হতাশার রাত

1157658782_03.jpg

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব থেকে বিদায় নিয়ে বাজে একটা রেকর্ড গড়েছিল চেলসি। -এবার?
না, এবার এখনও সেই হিসাব কষার সময় আসেনি। তবে বুধবার নিজ মাঠে সুইস দল বাসেলের কাছে ২-১ গোলে যেভাবে হেরে যেতে হয়েছে তাতে প্রথম পর্ব থেকে বিদায়ের প্রশ্ন উঠেই যাচ্ছে। দিন কয়েক আগে ইংলিশ লিগে এভারটনের মতো দলের কাছে ধরাশায়ী হতে হয়েছে ব্লুজদের। সেই ক্ষত না শোকাতেই স্টামফোর্ড ব্রিজে ফের লজ্জা। ব্লুজদের মতো হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডকেও। ইতালিয়ান জায়ান্ট নেপোলির মাঠ থেকে তাদের হেরে ফিরতে হয়েছে ২-১ ব্যবধানে। ইতালির আরেক জায়ান্ট দল এসি মিলান ২-০ গোলে জিতেছে স্কটল্যান্ডের সেলটিকের বিপক্ষে। বুধবার ফুটবলপ্রেমীদের চোখ ছিল চেলসি-বাসেল ম্যাচটির দিকে। শুরু থেকেই স্বাগতিকদের সঙ্গে সমানতালে টেক্কা দিয়ে খেলতে থাকে সুইস চ্যাম্পিয়নরা। তবে প্রথম গোলটি পেয়ে যায় চেলসিই। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা অস্কার। লুইসের কাছ থেকে বল পান অভিজ্ঞ মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তার বাড়িয়ে দেওয়া পাস থেকে নিচু শটে বল জালে জড়ান অস্কার। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে আক্রমণে যাওয়ার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিল মরিনহোর শিষ্যরা। ৫৬ মিনিটে ভাগ্য ভালো থাকলে ব্যবধান দ্বিগুণ হয়ে যেতে পারত। কিন্তু অস্কারের নেওয়া দ্রুতগতির শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। ৭১ মিনিটে স্টামফোর্ড ব্রিজ রীতিমতো স্তব্ধ হয়ে যায়। সফরকারীদের সমতায় ফেরান মোহাম্মদ সালাহ। মার্কো স্ট্রেলারের পাস থেকে কোনাকুনি শটে গোলটি করেন এ মিশরীয় ফরোয়ার্ড। ৮১ মিনিটে যা ঘটল তাতে বিস্মিত পুরো গ্যালারি, হতবাক মিস্টার স্পেশাল ওয়ান। অধিনায়ক স্ট্রেলারের গোলে এগিয়ে যায় বাসেল। কর্নার থেকে দারুণ হেডে চেলসি গোলকিপার পিতর চেককে পরাস্ত করেন তিনি।
নিজ মাঠে হার। তবে সম্পূর্ণ দায়িত্বটা নিজের কাঁধেই নিচ্ছেন চেলসি কোচ হেসে মরিনহো। বললেন, ‘যখন দল হারে তখন খেলোয়াড় বা ব্যক্তিগতভাবে কাউকে দোষী করা হয়। কিন্তু আমি সেটা করি না। চেলসি হেরেছে, এর পুরো দায়-দায়িত্ব আমার। দলের সব খেলোয়াড়ই ভালোমানের। তারা যথাসাধ্য চেষ্টা করেছে। কিন্তু এ ম্যাচে পারেনি। তবে ভালো সময় অবশ্যই আসবে। চেলসি ঠিকই ঘুরে দাঁড়াবে। নিজেদের মাঠে আমরা পয়েন্ট হারিয়েছি। কাজটা আমাদের জন্য কঠিন হয়ে উঠল।’ বুধবার অন্য ম্যাচে জার্মানির শালকে জিরো ফোর ৩-০ গোলে হারিয়েছে রোমানিয়ার স্টুয়া বুখারেস্টকে। গোল তিনটি করেন জাপানিজ ডিফেন্ডার আতসুতো উচিদা, ঘানার মিডফিল্ডার কেভিন প্রিন্স বোয়াটেং ও জার্মানির মিডফিল্ডার জুলিয়ান ড্রক্সলার। এদিন জয় পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মার্সেইয়ের মাঠ থেকে ফিরে এসেছে ২-১ গোলের জয় নিয়ে। আস্ট ভিয়েনাকে ১-০ গোলে হারিয়েছে পোর্তো। আর আতলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে হারিয়ে দিয়েছে জেনিথ সেন্ট পিটার্সবার্গকে।

বৃষ্টিতে ড্র ঢাকা টেস্ট

সিরিজের একটা নিষ্পত্তির জন্য মুখিয়ে ছিল দুই দল। কিন্তু বৃষ্টির বাধায় ধুয়ে মুছে গেল ঢাকা টেস্টের ...

‘বিশ্বকাপে নেইমারই ব্রাজিলের বাজি’

চলতি বছর ঘরের মাঠে ফিফা কনফেডারেশন কাপ নেইমারের জন্য একটা বড় পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় ‘জিপিএ ...

‘ড্রাগসের সঙ্গে আপস নয়’

স্প্রিন্ট জগতে যখন নামি-দামি তারকাদের ডোপপাপের খবর বেরোয় তখন চমকে উঠতে হয় বৈকি! এই তো সেদিন ...

প্রথম ওয়ানডেতে সালমাদের হার

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল স্বাগতিকদের কাছে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হেরে গেছে। বেনোনির ...

মেসি-রোনালদো দ্বৈরথ মানেই ম্যাজিক

ব্যাপারটা শচীন বনাম লারার লড়াইয়ের মতোই দাঁড়িয়ে গেছে। কে সেরা-লারা নাকি শচীন। এ প্রশ্নে রায় এখনও ...