বাংলা ট্রিবিউন > সু চিকে মহাথেরো

মিয়ানমারে সভ্যতা বিবর্জিত হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও বিশ্ব বৌদ্ধ ভ্রাতৃ সংঘের সহ-সভাপতি শুদ্ধানন্দ মহাথেরো। মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান নেতা, শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি’র উদ্দেশে তিনি বলেন, ‘আপনি শান্তির জন্য নোবেল নিয়েছেন, এখন চলমান এই সংকটের শান্তিপূর্ণ সমাধান করুন।’

রবিবার (১৭ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শুদ্ধানন্দ মহাথেরো এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে মিয়ানমার সরকারের কাছে দুই হাত তুলে আহ্বান জানাই— সবাইকে শান্তিপূর্ণ  সহাবস্থানের জায়গা দিন। সু চি’র কাছে আবেদন করছি— রোহিঙ্গাদের ফিরিয়ে নিন। কত জায়গাই তো আছে, তাদের শান্তিপূর্ণ অবস্থানের জন্য যে কোনও একটি জায়গা নির্ধারণ করে দিন।’

বৌদ্ধ ভিক্ষু মহাসভার এই সংঘনায়ক বলেন, ‘মিয়ানমারে যা হচ্ছে তার জন্য আমি একজন সাধারণ বৌদ্ধ হিসেবে দুঃখ পাচ্ছি। পত্রপত্রিকায় যা দেখতে পাচ্ছি, তা দুঃখজনক। সেখানে সভ্যতা বির্বজিত কর্মকাণ্ড হচ্ছে, এটা দুঃখজনক। মিয়ানমার থেকে লাখ লাখ মানুষ আসছেন, অনেক নারী আসছেন। এসব নারীদের অসহায়ত্বকে পুঁজি করে এ দেশের কিছু অসভ্য মানুষ তাদের বিয়ে করছেন।’ মানুষের দুর্দশার সুযোগ নিয়ে পরিচয়পত্র করিয়ে দেওয়ার কথা বলে এমন সুযোগ নেওয়ার প্রবণতা বন্ধের আহ্বান জানান তিনি।। মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান নেতা, শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি’র উদ্দেশে তিনি বলেন, ‘আপনি শান্তির জন্য নোবেল নিয়েছেন, এখন চলমান এই সংকটের শান্তিপূর্ণ সমাধান করুন।’

প্রথম আলো > রোহিঙ্গা নির্যাতনে জোলির উদ্বেগ

অ্যাঞ্জেলিনা জোলিমিয়ানমারের রোহিঙ্গাদের হত্যা ও তাদের ওপর নির্যাতন বন্ধ করার জন্য দেশটির ক্ষমতাসীন দলের প্রধান ও ...

এই আমাদের বাংলাদেশ!

আর্ন্তজাতিক ভূ-রাজনীতির জটিল হিসাব নিকাশ বুঝিনা। বুঝতে চাইও না। দেশের রাজনীতির কথামালাও ইদানীং  আকৃষ্ট করেনা। তবে ...

গল্পটা অন্যরকম

এক বছর বিরতির পর অভিনয়ে ফিরেই ব্যস্ত ফারহানা মিলি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত মনপুরা ছবিতে ফারাহানা ...