খেলা জমেনি, প্রতারিত হয়েছেন দর্শকরা

1456902232_1st issue banglabazar-6 copy.jpg

১৯৯২ সালের ১ আগষ্ট প্রকাশিত হয় বাংলাবাজার পত্রিকা। এর উদ্বোধনী দিনের শেষ পৃষ্ঠায় ছিলো খেলাধুলো নিয়ে আয়োজন। আর এর শীর্ষ রিপোর্টটি ছিলো ঢাকা স্টেডিয়ামের প্রর্দশনী ফুটবল নিয়ে, যেটি লিখেছিলাম। দিনের এই ইভেন্টের রিপোর্টটিই ছিল প্রথম সংখ্যার শেষ মেকআপ করা রিপোর্ট।