শহিদুল আজম: বার্সেলোনায় ওলিম্পিক ভিলেজে থাকলেও, ৬ জন ক্রীড়াবিদসহ ৯ সদস্য বিশিষ্ট এ দেশের ক্রীড়া দল কি করছে, কেমন প্রস্তুতি নিচ্ছে, তাদের স্বাস্থ্যের অবস্থা কি_ কোন কিছুই জানে না বাংলাদেশ ওলিম্পিক এসোসিয়েশন।