ব্রাজিলের নারী সমর্থকরাই এগিয়ে

1403110970_bra4.jpg

বিশ্বকাপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ম্যাক্সিকোর সাথে ড্র করেছে ব্রাজিল। এ ফলাফলকে অঘটন হিসেবেই বিবেচনায় নিতে চাইছেন ব্রাজিলের সমর্থকরা। ষষ্ঠবারের মতো কাপ জয়ের স্বপ্ন যে দলের, গ্রুপ পর্বেই তারা পয়েন্ট হারাবে, তাও বিশ্বসেরা নেইমার থাকার পরও- মানতে পারছেন না অনেকেই। তবে হতাশার মাঝেও ব্রাজিল সমর্থকদের উজ্জীবিত করতে পারে যে প্রশংসা তাহলো, এ পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের নারী সমর্থকরা তাদের পোশাক পরিচ্ছদ নিয়ে নজর কেড়েছে।  বলা হচ্ছে, ব্রাজিলের নারী সমর্থকরা সব দেশের নারী সমর্থকদের টপকে এ পর্যন্ত রাণী হয়ে আছেন দৃষ্টি কাড়া পোশাক আর স্টাইলে। তবে এবার কেনো? ব্রাজিলের নারী সমর্থকরা বরাবরই তো এমন। অনেকে টিপ্পনী কেটে বলতে চান- সবাই ব্রাজিলের  ছন্দময় ফুটবলের ভক্তই নয়। অনেকে ব্রাজিলের খেলা দেখে বোনাস- বর্ণিল গ্যালারি বিশেষ করে ব্রাজিলের নারী সমর্থকদের উচ্ছাস দেখতে। কাজেই তারা তো রাণী হবেনই।

ব্রাজিলিয়ানদের ‘আর্জেন্টিনা’, ‘আর্জেন্টিনা’ এবং ম্যারাডোনার হতাশা

শহিদুল আজম : ব্রাজিল বনাম আর্জেন্টিনা। নেইমার বনাম মেসি । সারা বিশ্বের ফুটবল অনুরাগীরা শেষ ...

বিশ্বকাপ এবং সু-অভ্যাস, কুঅভ্যাস

শহিদুল আজম :  অভ্যাস বলে কথা । সেটি সুঅভ্যাস হতে পারে। আবার কু-অভ্যাসও হতে পারে। আমাদের ...

এটাইতো বিশ্বকাপ ফুটবল!

শহিদুল আজম:  এটাই হলো বিশ্বকাপ ফুটবল-এক গোলেই থেমে যাবে সব যুদ্ধ! হ্যাঁ, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার যেন ...