এরশাদ অসুস্থ না আটক?

1386879379_Ershad.jpg

তাহলে কি এরশাদকে ছাড়াই তার জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে? নতুন করেই আবার পুরনো প্রশ্ন। কাদের মোল্লার ফাসিঁ নিয়ে সবার দৃষ্টি যখন নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের দিকে, ঠিক তখই আরেক ঘটনা এইচ এম এরশাদের বারিধারার বাড়ির সামনে।সাংবাদিকরা সেখানে পৌঁছাতে না পৌঁছাতেই তাদের জানানো হয় এরশাদকে উঠিয়ে নিয়ে গেছে আইন শৃংখলা বাহিনী। তবে কিছুক্ষণের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর তরফে জানানো হয়, না। সাবেক রাষ্ট্রপতিকে আটক করা হয় নি। তাহলে কোথায় নিয়ে যাওয়া হলো তাকে?
বলা হলো এরশাদ অসুস্থ। তাকে চিকিৎসার জন্যে সিএমএইচে নেয়া হয়েছে।
এরশাদ অসুস্থ। তাকে হাসপাতালে নিয়ে গেলো আইনশৃংখলা রক্ষা বাহিনী! দারুন উন্নতি পেশাদার এ বাহিনীর- অসুস্থদের হাসপাতালে নেয়ার সার্ভিসও তারা দেয়। তবে জাতীয় পার্টির একাধিক শীর্ষ নেতা এরশাদের এই যাত্রাকে আটক হিসেবেই দেখছেন। তারা বলছেন, রওশন এরশাদ পার্টির চেয়ারপার্সন হবেন বলে যে গুঞ্জন ছিল, সেটিই বোধ হয় বাস্তবায়ন হতে চলেছে। শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগের দিন বৃহস্পতিবার এরশাদ নির্বাচন কমিশনে চিঠি লিখে তার দলের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন। একই সঙ্গে আবেদন জানিয়েছিলেন লাঙ্গল প্রতীক যেন কাউকে বরাদ্ধ না দেয়া হয়। এরই মাঝে গুঞ্জন ছড়িয়েছে চারদিকে, এরশাদ নির্বাচন বয়কটের কথা বললেও তার স্ত্রী সরকারের সাথে সম্পর্ক রক্ষা করে চলেছেন। এরশাদ অসুস্থ হলে রওশন পার্টির দায়িত্ব নিয়ে নির্বাচনে যাবেন- এই রটনা ডালপালা মেলেছিল আগেই। তখন এরশাদ বলেছিলেন তিনি আমৃত্যু পার্টির চেয়ারম্যান। অনেকে আবার এও বলতে চাইছেন, এরশাদের দুপক্ষ রক্ষার নীতিতেও ঘটতে পারে এমন ঘটনা। তিনি বয়কটের সিদ্ধান্ত দিয়েছেন। কাজেই এরপর নির্বাচনে যান কি করে। কাজেই এমন একটা পরিস্থিতি না হলে মুখ রক্ষা হয় কি করে?
এরশাদ কিংবা জাতীয় পার্টির শেষ অবস্থান কি জানার জন্যে অপেক্ষা করতে হবে ২৪ ঘন্টা। তবে নির্বাচন নিয়ে ডে নাটকীয়তা অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখেনা?

আপাতত কাজী জাফরকে পাশেই রাখতে চাইছেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ কি আবারও মত পাল্টাবেন- নতুন করেই প্রশ্নটা ওঠেছে। রাজনীতি যে ...

হি ইজ দ্য রিয়েল পলিটিশিয়ান: মঞ্জু

এরশাদ সাহেবের কাছ থেকে জাতির অনেক কিছু শেখার আছে। হি ইজ দ্য রিয়েল পলিটিশিয়ান! সবাই তার ...

আজও কি শেষ কথা বলতে পারলেন এরশাদ?

রাজনীতিতে শেষ কথা বলতে যেমন কিছু নেই। তেমনি জাতীয় পার্টির চেয়ারম্যান,সাবেক প্রেসিডেন্ট এরশাদের শেষ কথারও কোন ...