আপাতত কাজী জাফরকে পাশেই রাখতে চাইছেন এরশাদ

1385296142_ershad-jafar.jpg


জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ কি আবারও মত পাল্টাবেন- নতুন করেই প্রশ্নটা ওঠেছে। রাজনীতি যে শেষ কথা বলে কিছু নেই- এরশাদ এটি বার বারই বুঝিয়েছেন।তবে অতীতের রেকর্ড ভেঙ্গেছেন এবার খুব দ্রুত। সে কারণে এরশাদকে নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনেও রসিকতার কোন কমতি নেই। শনিবার গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সাবেক প্রেসিডেন্ট এরশাদকে পরকালের কথা স্মরণ করিয়ে দেন। অন্যদিকে, এরশাদের মতোই তার দলও যে আওয়ামী লীগ ও বিএনপিতে বিভাযিত- এটিও পুরনো হলেও আলোচনায় এসেছে আবারও। আর সেটি এনেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ। হাসপাতালে চিকিৎসাধীন থেকেও শনিবার এক বিবৃতিতে বলেন, জাতীয় পার্টির অধিকাংশ নেতৃবৃন্দকে না জানিয়ে দলের সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়ামকে সম্পূর্ণ উপেক্ষা করে স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে পার্টির গৃহীত পূর্বাপর অবস্থানের বিপরীতে এমন একটি সিদ্ধান্ত এরশাদ নিয়েছেন যা জাতির প্রতি বিশ্বাসঘাতকতার শামিল।জাপা চেয়ারম্যানের এই সিদ্ধান্তের জন্য পার্টির মধ্যে থাকা ‘সরকারের অনুগত নেতৃবৃন্দকে’ দায়ী করে এদের বিরুদ্ধে পার্টির তৃণমূল পর্যায়ের সব নেতা-কর্মীকে প্রতিবাদী অবস্থান গ্রহণের আহবান জানান তিনি। জাতীয় পার্টির নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত পার্টিকে দেশবাসীর কাছে ‘গণধিকৃত পার্টি’ হিসেবে উপস্থাপন করেছে মন্তব্য করে তিনি বলেন, জাতীয় পার্টির লাখ লাখ নেতা কর্মী এ ঘটনায় চরমভাবে অপমানিত ও আশাহত। নিদারুন মনোকষ্টে তারা দিশাহারা।
ওদিকে, বিবৃতি দেয়ার পর শনিবার রাতেই জাতীয় পার্টির একাধিক নেতা বলেছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন না দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।কিন্ত্ত এরশাদ আজ সবাইকে চমকে দিয়েই বলেছেন এমন ব্যবস্থা নেয়ার সম্ভাবনা নেই। কারণ কাজী জাফর তাঁর ফ্যামিলি মেম্বার। এরশাদ প্রশ্ন তুলেছেন শনিবার দেয়া তার বিবৃতি নিয়েও। বলেছেন, এরশাদ  বিবৃতিটি কাজী জাফরের কি না, এ নিয়ে তাঁর সন্দেহ আছে। যদি বিবৃতিটি তাঁর হয়েও থাকে, তিনি অভিমান করে বলেছেন। কাজী জাফরের সঙ্গে তিনি বহুকাল কাটিয়েছেন। তিনি তাঁর পরিবারের সদস্যের মতো।
এরপর অবশ্য কাজী জাফরের আর কোনো বিবৃতির খবর পাওয়া যায় নি। তবে রাজনৈতিক সচেতনরা বলেছেন, আপাতত এরশাদ একপক্ষে গেলেও তার চরিত্র অনুযায়ী এটি শেষ কথা নাও হতে পারে। কাজেই এই মুহূর্তে কাজী জাফর তিনি পাশেই রাখতে চাইবেন,কারণ যদি আবার আরেক পক্ষে যেতে হয়।

এরশাদ অসুস্থ না আটক?

তাহলে কি এরশাদকে ছাড়াই তার জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে? নতুন করেই আবার পুরনো প্রশ্ন। কাদের মোল্লার ...

হি ইজ দ্য রিয়েল পলিটিশিয়ান: মঞ্জু

এরশাদ সাহেবের কাছ থেকে জাতির অনেক কিছু শেখার আছে। হি ইজ দ্য রিয়েল পলিটিশিয়ান! সবাই তার ...

আজও কি শেষ কথা বলতে পারলেন এরশাদ?

রাজনীতিতে শেষ কথা বলতে যেমন কিছু নেই। তেমনি জাতীয় পার্টির চেয়ারম্যান,সাবেক প্রেসিডেন্ট এরশাদের শেষ কথারও কোন ...