আজও কি শেষ কথা বলতে পারলেন এরশাদ?

1384694118_Hathazari-pic-.jpg

রাজনীতিতে শেষ কথা বলতে যেমন কিছু নেই। তেমনি জাতীয় পার্টির চেয়ারম্যান,সাবেক প্রেসিডেন্ট এরশাদের শেষ কথারও কোন ভিত্তি নেই- প্রমান করলেন তিনি আবারও। আজ সোমবার সংবাদ সম্মেলন করে এরশাদ জানালেন মহাজোটের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তবে সঙ্গে একথাও জানিয়ে দিলেন নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে থাকছে তার দল। গেলো ৫ বছরের শাসনামলে এরশাদের জাতীয় পার্টির মাত্র একজন মহাজোট সরকারের মন্ত্রী হয়েছিলেন। এবারের সর্বদলীয় সরকারে এরশাদের স্ত্রী রওশন এরশাদ, ভাই জিএম কাদের ছাড়াও আরও ৫জন মন্ত্রীত্বের স্বাদ নেবেন। এরমধ্যে একজন টেকনোক্র্যাট মন্ত্রীও আছেন। সকালে বনানীতে জনাকীর্ন সংবাদ সম্মেলনে একের পর এক প্রশ্নের মুখোমুখি হন এরশাদ তার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য নিয়ে। এরশাদ তার অবস্থান পরিষ্কার করেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থেই তিনি সর্বদলীয় সরকারে যাচ্ছেন। বিএনপিকেও আহবান জানিয়েছেন এ সরকারে যোগ দেয়ার। এরশাদ বলেছেন, নির্বাচনে না গেলে রাজনীতিবিদদের থু থু দেবে মানুষ। এর আগে রোববার চট্টগ্রামে আলোচিত হেফাজতে ইসলামের আমীর আহমদ শফীর দোয়া নিতে গিয়েছিলেন। সে সময় তিনি মহাজোট সরকারের বিরুদ্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।

এরশাদ অসুস্থ না আটক?

তাহলে কি এরশাদকে ছাড়াই তার জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে? নতুন করেই আবার পুরনো প্রশ্ন। কাদের মোল্লার ...

আপাতত কাজী জাফরকে পাশেই রাখতে চাইছেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ কি আবারও মত পাল্টাবেন- নতুন করেই প্রশ্নটা ওঠেছে। রাজনীতি যে ...

হি ইজ দ্য রিয়েল পলিটিশিয়ান: মঞ্জু

এরশাদ সাহেবের কাছ থেকে জাতির অনেক কিছু শেখার আছে। হি ইজ দ্য রিয়েল পলিটিশিয়ান! সবাই তার ...